আলিপুরদুয়ার , ১ সেপ্টেম্বর : স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপন করতে অসমের গুয়াহাটি থেকে দিল্লির উদ্দেশ্যে ৫১ জন এসএসবি জওয়ান ২৮ অগাস্ট সাইকেল নিয়ে দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করে বুধবার সকালে এসে পৌঁছল পশ্চিমবঙ্গের বারবিশায় । সেখানে তাদের উষ্ণ অভ্যর্থনা জানায় এসএসবি’র ৩৪ নম্বর ব্যাটালিয়ন । বারবিশার একটি বেসরকারি রিসোর্টে জওয়ানদের উৎসাহ বাড়াতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করে এসএসবি ।
সেখানে স্থানীয় স্কুলের পড়ুয়ারা দেশভক্তিমূলক সঙ্গীত ও নৃত্য প্রদর্শন করে । সেখানে জল পানের বিরতির পর সাইকেল আরোহী জওয়ানরা আবার রওনা দেন । ২ রা অক্টোবর গান্ধী জয়ন্তীর আগে তারা দিল্লি পৌঁছাবে বলে জওয়ানরা জানান।