শিলিগুড়ি , ২১ জুন : আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে গোটা দেশের পাশাপাশি শিলিগুড়িতে ও পালিত হল দিনটি । মঙ্গলবার সকালে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের হল ঘরে নেহেরু যুব কেন্দ্র দার্জিলিংয়ের উদ্যোগে এবং উত্তরবঙ্গ আদর্শ যোগা একাডেমীর সহযোগিতায় যোগ দিবস পালন করা হয়।
এদিন বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে যোগা দিবস উপলক্ষে যোগ ব্যায়াম করা হয় । এদিন শিবিরে উপস্থিত ছাত্র-ছাত্রীদের যোগ ব্যায়াম নিয়ে আলোচনা করেন যোগ বিশেষজ্ঞ শিব হাজরা।