জলপাইগুড়ি , ২২ জুন : জলপাইগুড়ির আকাশ পরিষ্কার বুধবার । মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত নতুন করে বৃষ্টি হয়নি ।
তিস্তায় লাল সতর্কতা নেই । মঙ্গলবার রাত ৭.৩৫ থেকে তিস্তার অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা উঠিয়ে হলুদ সতর্কতা জারি করেছে জলপাইগুড়ি সেচ দপ্তর । একই সঙ্গে সংরক্ষিত এলাকায় জারি করা হলুদ সংকেত উঠিয়ে নেওয়া হয়েছে ।
এদিন সকালে তিস্তা ব্যারেজ থেকে নতুন করে জল ছাড়া হয়নি ।
অপরদিকে জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি রয়েছে । তবে জল কমেছে তিস্তা ও জলঢাকা নদীর বলে বুধবার সকালে জানিয়েছেন সেচ দপ্তরের জুনিয়ার ইঞ্জিনিয়ার মানবেশ রায় ।