আলিপুরদুয়ার , ২৫ নভেম্বর : অর্থের অভাবে বিনা চিকিৎসায় বন্ধ চা বাগানে শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটল । বিগত প্রায় এক মাসের বেশি সময় ধরে বন্ধ ডুয়ার্সের কালচিনি ব্লকের বক্সা ডুয়ার্স টি কোম্পানীর অন্তর্গত রায়মাটাং চা বাগান।বাগান বন্ধ হবার পর নিদারুণ সমস্যায় দিন যাপন করছে শ্রমিকরা ।দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে হিমসিম খেতে হচ্ছে শ্রমিকদের।তার উপর কেউ অসুস্থ হলে চিকিৎসা করার মত অর্থ নেই শ্রমিকদের এবং এর ফলে আস্তে আস্তে মৃত্যুর মুখে ঢোলে পড়ছে বাগানের শ্রমিকরা ।গতকাল বাগানের শ্রমিক কিশান লোহার (৪৯) এর মৃত্যু হয়ছে । তার পরিবারের সদস্যরা জানান যে গত ২২ নভেম্বর অসুস্থ হলে কিশানকে লতাবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া চিকিৎসার জন্য l কিন্ত সেখান থেকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয় কিন্ত আলিপুরদুয়ার নিয়ে যাওয়ার মত অর্থ ছিলনা তাই পুনরায় কিশানকে ঘরে নিয়ে আসা হয় এবং ঘরে চিকিৎসার অভাবে মৃত্যু হয় কিশানের।পরিবারের সদস্যরা আরও জানান দুবেলা দুমুঠো খাওয়ার জুটছেনা বাগান বন্ধ হবার পর চিকিৎসা করানোর জন্য অর্থ কোথা থেকে পাব।
এই বিষয়ে রায়মাটাং বাগানের হাসপাতালের কর্মী কমল কুজুর জানান যে কিশান লোহারকে প্রথমে বাগানের হাসপাতালে নিয়ে আসা হয়েছিল সেখান থেকে তাকে লতাবাড়ি পাঠানো হয় এবং সেখান থেকে আলিপুরদুয়ার হাসপাতালে পাঠানো হয় l কিন্ত অর্থের অভাবে তারা নিয়ে যেতে পারেনা । তিনি জানান শ্রমিকদের অবস্থা খুবই খারাপ বাগান বন্ধ হবার পর শ্রমিকরা খাওয়ার টাকা নেই চিকিৎসা কিভাবে করাবে ।