মালদা , ১৯ ডিসেম্বর : শাড়িতে প্রিন্টের কারুকার্য, টেলারিং এবং ছাতা তৈরিতে পারদর্শী করতেই রাজ্য সরকারের উদ্যোগে জেলা শিল্প কেন্দ্রের সহায়তায় মহিলাদের প্রশিক্ষণ দেওয়ার শিবির শুরু হল মালদায়। এর আগেও রাজ্য সরকারের উদ্যোগে জৈবসার তৈরি এবং বিভিন্ন ধরনের ফল, ফুলের চাষের উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।কিন্তু মালদায় এই প্রথম বিভিন্ন ধরনের শাড়িতে প্রিন্টের কাজ করা এবং ঘরে বসে ছাতা তৈরি করার বিষয়ে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। সেই মতোই মালদা জেলা শিল্প কেন্দ্রের উদ্যোগে বৃহস্পতিবার থেকে চলছে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে প্রশিক্ষণ শিবির। মালদা শহরের স্টেশন রোড এলাকায় অবস্থিত জেলা শিল্প কেন্দ্র ভবনেই মহিলাদের এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
জেলা শিল্প কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন ধরনের শাড়িতে এবং কাপড়ে বাটিকের প্রিন্ট তৈরি করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মহিলাদের। এর সাথে টেইলারিং এবং ছাতা তৈরির কাজ শেখানো হচ্ছে। আগামী ৪০ দিন এই প্রশিক্ষণ চলবে। প্রথম দফায় মালদা শহরের ৩০ জন মহিলাকে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে । প্রশিক্ষণ পর্ব শেষ হলে তাদের পরীক্ষা নেওয়া হবে। এরপর প্রশিক্ষিত মহিলাদের শংসাপত্র দেওয়া হবে। সেই শংসাপত্র দেখিয়ে ভবিষ্যতে সরকারি ভাবে ঋণ পাবেন প্রশিক্ষিত এই মহিলারা । এবং তারা বাড়িতে বসেই বাটিক প্রিন্ট, টেইলারিং এবং ছাতা তৈরীর কাজ করে স্বনির্ভর হতে পারবেন।