কে প্রথম জনস্বার্থ মামলা করতে চান জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে
কিশোর সাহা
কেউ হাওড়ায় বসে প্রস্তুতি নিচ্ছেনl কেউ শিলিগুড়িতে বসেই ফাইলপত্র গুছিয়ে আবেদনপত্র তৈরিতে মগ্নl এমন প্রস্তুতি নিচ্ছেন অনেকেইl তাঁদের একটাই লক্ষ্যl সেটা হল, জলপাইগুড়িতে সদ্য স্থাপিত কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের প্রথম জনস্বার্থ মামলার জন্য আবেদন করাl যাতে সার্কিট বেঞ্চের কাজকর্ম পুরোদমে শুরু হলেই আবেদনটি জমা করা যায়l
যেমন, পরিবেশবিদ তথা আইনজীবী সুভাষ দত্তের কথা ধরা যাকl তিনি প্রস্তুতি নিচ্ছেন দার্জিলিঙে যথেচ্ছ বহুতল রুখতে কলকাতা হাইকোর্টের তরফে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হোকl তাই তিনি দার্জিলিঙে গত কয়েক বছরে যে বেআইনি বহুতল হয়েছে বলে অভিযোগ রয়েছে তা নিয়ে তথ্য সংগ্রহ করেছেনl
সুভাষবাবু কি বলছেন শোনা যাকl তিনি বলেন, দার্জিলিং যেন কুইন অব হিলস থাকে সেটা নিশ্চিত করাতে হবেl সে জন্য অনেক দিন ধরেই প্রস্তুতি নিচ্ছিl জলপাইগুড়িতে যে হেতু সার্কিট বেঞ্চ হয়ে গেল তাই সেখানেই প্রথম জনস্বার্থ মামলাি আমিই করতে চাইl দেখা যাক শেষ অবধি সব গুছিয়ে সবার আগে ফাইল করতে পারি কি না!
দার্জিলি জেলা লিগাল এড ফোরামের সম্পাদক অমিত সরকারও আসরে নেমেছেনl তিনি শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিশেষ চাহিদাসম্পন্নদের অধিকার আদায়ের জন্য জনস্বার্থ মামলার জন্য নথিপত্র তৈরি করছেনl অমিতবাবু জানান, নথিপত্র তৈরির কাজ প্রায় শেষের পথে. সব ঠিক থাকলে তিনিই জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে প্রথম জনস্বার্থ মামলার আবেদন করবেন বলেও দাবি করেছেন তিনিl
এ ছাড়াও প্রস্তুতি চলছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারেওl কেউ রাজ আমলের ঐতিহ্য বাঁচাতে হাইকোর্টের হস্তক্ষেপ চাইবেনl কেউ নদী কী ভাবে দূষিত হয়ে শুকিয়ে যেতে বসেছে তা নথি সহযোগে তুলে ধরে জনস্বার্থ আবেদনের জন্য তৈরি হচ্ছেনl
সব মিলিয়ে এখন একটাই কৌতুহল, জনস্বার্থের আবেদনকারীদের প্রতিযোগিতায় কে প্রথম হবেন!