শিলিগুড়ি , ২০ ফেব্রুয়ারী : মূলত দুটি ওর্য়াডের পানীয় জলের অভাব মেটাতে স্কুলের জমির ওপর জল প্রকল্পের শিল্যানাস করলেন অশোক ভট্টাচার্য ।
শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান তথা শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্যের বিধায়ক উন্নয়ন তহবিল থেকে প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয় করে ২৭ নম্বর ওর্য়াডের জোৎস্নাময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের দেওয়া জমির ওপর বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের শিল্যানাস করেন অশোক ভট্টাচার্য ।
অনুষ্ঠান মঞ্চে উপস্থিত স্কুলের প্রধান শিক্ষিকা শুক্লা দাস বলেন আমাদের এই জমিটি একজন দানে দিয়েছিলেন। জমিটি পরেই ছিল । একদিন পুরনিগম থেকে জানান হয় এই জমিটি দিলে সেখানে জল প্রকল্প করা হবে এবং তাতে স্কুলেও জলের সমস্যা মিটবে বিনা খরচে জলের লাইন করে দেওয়া হবে ।
অশোক ভট্টাচার্য জানান শিলিগুড়ি শহরে প্রথম তাদের সরকার জলের ব্যবস্থা করে তখনের সংখ্যা ছিল ২ লক্ষ এখন সেটা বেড়ে হয়েছে ৭ লক্ষ । সেই অনুপাতে জমি কম থাকায় আমরা এভাবে পরে থাকা জমি কাজে লাগিয়ে সমস্যা মেটাবার চেষ্টা করে চলেছি । আজকের এই জলপ্রকল্পে বেশ কয়েকটি ওর্য়াড উপকৃত হবে ।