মালদা , ৮ মে : জেলায় বিগত কয়েক দিন ধরে তাপমাত্রা ক্রমশ বেড়েই চলেছে । কখনও ৪০ ডিগ্রি আবার কখনও ৪১ ডিগ্রি ছাড়িয়েছে তাপমাত্রা । এই দাবদাহের মধ্যে মালদা টাউন স্টেশনে দিয়ে প্রতিনিয়ত দূরপাল্লার গাড়ি চলাচল করে । প্রচণ্ড গরমে রেল যাত্রীদের চলাফেরা করতে হচ্ছে । ভারতীয় স্কাউট গাইডের পরিচালনায় ও মালদা ডিআরএমএ’র অনুপ্রেরণায় রেলের যাত্রীদের সুবিধার জন্য পরিশুদ্ধ পানীয় জল ও ছোলা গুড় খাওয়ানোর ব্যবস্থা করা হল ।
রবিবার থেকে ভারতীয় স্কাউট গাইডের সদস্যরা এক থেকে দুই মাস এই ভাবেই প্রতিদিন স্টেশনে এসে তিন থেকে চার ঘণ্টা দূরপাল্লার ট্রেনের যাত্রীদের এই জল ও ছোলা গুড় খাওয়াবেন বলে জানিয়েছেন । এদিন আপ ও ডাউন বেশ কিছু এক্সপ্রেসের জেনারেল ও সংরক্ষিত কামরার যাত্রীদের পরিশুদ্ধ পানীয় জল , ছোলা গুড় খাওয়ানোর ব্যবস্থা করা হয়।