ইসলামপুর , ১৬ অক্টোবর : চলতি বছরে দূর্গাপূজোর রেশ কাটতে না কাটতেই হাতে প্রায় এক বছর বাকি থাকতে এলাকাবাসীদের কাছে চাঁদার পরিমাণ বাড়ানোর পাশাপাশি বাড়তি চাঁদা দিতে তাদের চাপমুক্ত করতে এক অভিনব উদ্যোগ নিয়ে আগামী বছরের দূর্গা পূজোর চাঁদার প্রস্তুতী শুরু করে দিলো রায়গঞ্জ শহরের বিবেক সংঘ।
আগামী বছরে ক্লাবের সুবর্ন জয়ন্তী বর্ষ উদযাপনের পাশাপাশি এলাকার বাসিন্দাদের আর্থিক সঙ্গতির কথা চিন্তা করে চাঁদা সংগ্রহের ব্যাপারে ক্লাবের পক্ষ থেকে অভিনব এক পন্থা অবলম্বন করা হয়েছে। ক্লাবের সদস্য তথা পাড়ার বাসিন্দারা সিদ্ধান্ত নিয়ে এলাকার প্রতিটি বাড়িতে একটি করে লক্ষীর খুটি (pigi bank) সরবরাহ করছে। সাথে প্রতিটি পরিবারকে অনুরোধ করা হচ্ছে, দৈনন্দিন বাজার খরচ থেকে বেঁচে পয়সা সেখানে জমা করতে ।এতে আগামী দূর্গাপূজোর সময় মোটা চাঁদা তারা দিতে পারবেন।পাশাপাশি বাসিন্দাদেরও কোনও আর্থিক চাপ পড়বে না।এলাকার বাসিন্দারাও এই পদ্ধতিকে স্বাগত জানিয়েছে পাশাপাশি এই অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়ে ক্লাবের সদস্যদের সাধুবাদ জানিয়েছেন। এলাকাবাসী দের কথায় এই অভিনব উদ্যোগে ক্লাবের পুজো সুবর্ন জয়ন্তীতে তারা তাদের বাড়তি চাঁদা দিতে কোনরকম আর্থিক চাপে পরবে না। একবছরে প্রতিদিন নের জমানো টাকা বড় মাপের চাঁদা দিতে সক্ষম হবে তারা পাশাপাশি পুজো কমিটির সুবর্ন জয়ন্তীতে বাড়তি চাঁদাও আদায় হবে। ফলে আগামী বছর সুবর্ন জয়ন্তীতে পুজো জাঁকজমক করতে কোনরকম অসুবিধে হবে না বিবেক সংঘের।