শিলিগুড়ি , ১৩ মে : রাত পোহালেই পবিত্র ঈদ । তার আগেই আংশিক লকডাউনে ম মন্দা ঈদের বাজার । ঈদে সকলকে সুস্থ রাখতে উদ্যোগ শিলিগুড়ির নাট্য শিল্পীর । এদিন ঈদ উৎসবের আগেই শিলিগুড়ির হাসমিচকের জামা মসজিদে সকলের সুস্থতার কামনায় জীবাণুমুক্তকরণের কাজ করলেন নাট্য শিল্পী ঋষি কানুনগো । ঋষি বাবু জানান , বন্ধু ও আত্মীয়রা আগামীকাল ঈদের নমাজ পড়বে । তারা যাতে সকলে সংক্রমনকালে সুস্থ থাকে । সেই কামনার পাশাপাশি স্ত্রীর আত্মার শান্তি কামনার্থে এদিন নিজেই জীবাণুমুক্ত করণের কাজ করেন বলে জানান ।