আলিপুরদুয়ার : কালচিনি এলাকায় অভিযান চালিয়ে ফের প্রচুর পরিমানে কাঠ উদ্ধার করল বনদপ্তরের হ্যামিণ্টণগঞ্জ রেঞ্জ।জানা গিয়েছে, সম্প্রতিকালে কালচিনি এলাকার চোরাকারবারীরা বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে মূল্যবান গাছ কেটে তা সাইকেলে করে পাচার করছে।সূত্রে খবর,সোমবার খবর পেয়ে কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ এলাকায় অভিযান চালায় অভিযান চালায় বনদপ্তর।সেই অভিযান চালিয়েই ৩৫ সিএফটি মূল্যবান সেগুন কাঠ উদ্ধার করে বনদপ্তর।উদ্ধারকৃত সেগুন কাঠ হ্যামিল্টনগঞ্জ রেঞ্জে নিয়ে আসা হয়েছে বলে জানা গিয়েছে।