কালিম্পং , ৩০ জুন : করোনার তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে শিশুর মায়েদের এবং বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য টিকাকরণের বিশেষ শিবিরের আয়োজন কালিম্পং পুরসভা । কালিম্পং জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ আগে ভাগেই জেলার সমস্ত মানুষদের করোনার টিকার ব্যবস্থা করছে ।
মঙ্গলবার থেকেই শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানান কালিম্পং পুরসভার চেয়ারম্যান রবি প্রধান । এদিন তিনি বলেন , “শিশুর মায়েদের জন্য বিশেষ টিকাকরণ শিবিরের আয়োজন করা হয়েছে । যত দ্রুত সম্ভব মায়েদের টিকাকরণ করা হবে। পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্নদের জন্যও শিবির করা হচ্ছে । একই সাথে শিবিরে আসা বিশেষ চাহিদা সম্পন্নদের সুবিধার্থে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে পুরসভা । তার জন্য দুটি পৃথক হেল্প লাইন নম্বর চালু করা হয়েছে ।