উত্তর দিনাজপুর , ১০ সেপ্টেম্বর : করোনামুক্ত শারদীয়া উৎসব সম্পন্ন করতে পুজো কমিটিগুলির জন্য উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের বিশেষ কোভিড টিকাকরণ শিবির শুরু হল। এদিন রায়গঞ্জ শহরের তুলসীতলা প্রাথমিক স্কুল প্রাঙ্গনে শহরের ছোটবড় প্রায় ৩০০ টি ক্লাবের পুজো কমিটির সদস্য সদস্যাদের কোভিড টীকাকরণের কাজ শুরু করল উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসন।
সরকারি এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলার পুজো কমিটির সদস্য সদস্যারা থেকে সাধারন মানুষ।
আর একমাস বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজোয় যাতে করোনা সংক্রমণ না ছড়ায় সে কারনে বিশেষ উদ্যোগ নিল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তর। আসন্ন দুর্গাপুজো নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে শুক্রবার জেলার সমস্ত দুর্গাপুজো কমিটির সদস্য সদস্যাদের কোভিড টীকাকরণ কর্মসূচী গ্রহন করল জেলা প্রশাসন। জেলার পুজো কমিটির সদস্য সদস্যারা প্রথম অথবা দ্বিতীয় ডোজ নিচ্ছেন এই শিবিরে। রাজ্যের মধ্যে প্রথম এই অভিনব উদ্যোগ। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার বিভিন্ন প্রান্তের পুজো কমিটির কর্মকর্তারা ।