রাজগঞ্জ, ১১ জানুয়ারী: অবৈধভাবে পাচারের সময় পাথর বোঝাই ট্রাক আটক করল রাজগঞ্জ থানার পুলিশ। সোমবার রাতে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে ফাটাপুকুর এলাকা থেকে ট্রাক দুটি আটক করা হয়। পাচারে যুক্ত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হল দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানা এলাকার নারায়ণ চক্রবর্তী ( ৪৮ ) ও কিসানগঞ্জ এলাকার মহম্মদ আদুত ( ২৫ )।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে রাজগঞ্জ থানার পুলিশ শিলিগুড়ি-জলপাইগুড়ি সড়কে ফাটাপুকুর এলাকায় টহল দেওয়ার সময় দেখতে পায় পাথর বোঝাই দুটি ট্রাক শিলিগুড়ির দিকে যাচ্ছে। সেই ট্রাক দুটি আটক করে পুলিশ। পাশাপাশি ট্রাকের দুই চালককে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে তদন্ত করছে পুলিশ।