আলিপুরদুয়ার,২৩ নভেম্বর: আলিপুরদুয়ার ডিআরএম অফিসের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হল তৃনমূল কংগ্রেস।
শাসক দলের অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকার বন্ধ করতে চাইছে ঐতিহ্যবাহী আলিপুরদুয়ার জংশন রেলওয়ে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে। এই সিদ্ধান্ত প্রতিহত করতে ডিআরএম-এর অফিসের সামনে জেলা তৃণমূল কংগ্রেস বিক্ষোভ কর্মসূচি নেওয়া। উক্ত কর্মসূচিতে শিক্ষানুরাগী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বিক্ষোভ শেষে ডিআরএম-কে একটি স্মারকলিপি দেওয়া হয় তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে।
তৃনমূল কংগ্রেসের তরফ থেকে জানান হয় যে, “এখানে রেল স্কুলটি তুলে দেওয়ার চক্রান্ত হচ্ছে। এটা আমরা রুখব।”
যদিও ডিআরএম এই প্রসঙ্গে জানান, “স্কুল তোলার প্রশ্ন নেই। ছাত্র কম হচ্ছে, তাই এটার আপগ্রেডেশনের চেষ্টা চালান হচ্ছে।”