কোচবিহার, ২৫ নভেম্বর : কেন্দ্রীয় সরকারের কৃষি আইন প্রত্যাহার করার কারণে পশ্চিমবঙ্গের যে সমস্ত কৃষক বন্ধুরা আন্দোলন করেছিলেন তাদের ধন্যবাদ জানিয়ে বৃহস্পতিবার কোচবিহার সাগরদিঘী এলাকায় বিজয় মিছিল বের করল কোচবিহার জেলা যুব তৃণমূল নেতৃত্ব। মিছিলের নেতৃত্ব দেন যুব তৃণমূল সভাপতি কমলেশ অধিকারী। তিনি বলেন, কৃষি আইন এর বিরুদ্ধে সর্বপ্রথম আন্দোলন শুরু করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাথে অগণিত বাংলার কৃষক আন্দোলনরত হয়েছিল। আজ তাদের জয় হয়েছে। এই জয়ে সবথেকে বড় ভূমিকা পালন করেছেন কৃষক বন্ধুরা। তাদের শুভেচ্ছা জানিয়ে এই আজকের এই বিজয় মিছিল বের করা হয়েছে।