আলিপুরদুয়ার, ২৩ ডিসেম্বর: ফালাকাটা ব্লকের জটেশ্বর ১নং অঞ্চলে অনুষ্ঠিত হল তৃণমূল ও যুব তৃণমূলের কর্মী সম্মেলন। বৃহস্পতিবার হেদায়েতনগর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এদিন তৃণমূল ও যুব তৃণমূলের কর্মী সম্মেলনে এলাকার কর্মী সমর্থকদের সংগঠনকে আরও মজবুত করার বার্তা দেন ব্লক নেতৃত্বরা। আগামী পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনকে পাখির চোখ করে দলকে আরও মজবুত করার লক্ষ্য নিয়ে ব্লকের প্রতিটি অঞ্চলে করা হচ্ছে এই কর্মীসভা বলে জানা যায়। এদিনের ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মৃদুল গোস্বামী, ফালাকাটা ব্লক তৃণমূলের সভাপতি সুভাষ চন্দ্র রায়, ফালাকাটা ব্লক যুব তৃণমূলের সভাপতি শুভব্রত দে ও ছিলেন আলিপুরদুয়ার জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবজিৎ পাল সহ অন্যান্যরা।