মালদা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসের দিন পুরাতন মালদা থানার ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন বাইপাস রোডে ইলেকট্রনিক্স ট্রাফিক সিগনাল চালু করা হল। জেলা পুলিশের পক্ষ থেকে রবিবার পুরাতন মালদার ঝাজরা মোড় এলাকার বাইপাস রোডে অত্যাধুনিক এই ট্রাফিক সিগন্যালের উদ্বোধন করেন রাজ্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। জানা গেছে, বাইপাস রোড সংলগ্ন ঝাজরা মোড় এলাকায় জাতীয় সড়কের রাস্তায় একদিকে চলে গিয়েছে নারায়নপুর। অপরদিকে মঙ্গলবাড়ী। আর একদিকে রয়েছে বাইপাস রোড। চতুর্মুখী এই ঝাজরা মোড় এলাকায় দুর্ঘটনা এড়াতে আধুনিক ট্রাফিক সিগন্যালের দাবি দীর্ঘদিন ধরে উঠেছিল। সেই দাবির কথা মাথায় রেখেই জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়ার উদ্যোগেই এদিন ওই এলাকায় ইলেকট্রনিক্স ট্রাফিক সিগন্যালের উদ্বোধন করা হয়। এই ট্রাফিক সিগন্যালের চালু হওয়াতে দুর্ঘটনা অনেকটাই এড়ানো যাবে বলেও মনে করছে জেলা পুলিশের কর্তারা।এছাড়াও ট্রাফিক আইন মেনে চতুর্মুখী জাতীয় সড়কের ওই রাস্তায় যানচলাচল সুষ্ঠুভাবে পরিচালিত হবে বলেও মনে করা হচ্ছে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ট্রাফিকের ডিএসপি বিপুল চ্যাটার্জী, ট্রাফিক ইনস্পেক্টর শান্তিনাথ পাঁজা সহ পুরাতন মালদা থানার পদস্থ পুলিশ কর্তারা।