শিলিগুড়ি , ৯ এপ্রিল : পর্যটকদের ভ্রমণের মাশুল এবার প্রায় দ্বিগুণ । উত্তরবঙ্গে ঘুরতে আসা পর্যটকদের এবার ভ্রমণের খরচ হবে প্রায় দ্বিগুণ। কারন পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধিতে এক লাফে গাড়ি ভাড়া প্রায় দ্বিগুণ হাকাচ্ছে । শুধু দার্জিলিং , কালিম্পং নয় প্রতিবেশী রাজ্য সিকিম ভ্রমণ বাড়তি বোঝা হচ্ছে গাড়ির ভাড়া। এই পরিস্থিতিতে সংশয়ে রয়েছে উত্তরবঙ্গের পর্যটন ব্যবসায়ীরা। সরকারের কাছে পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধিতে লাগাম দেওয়ার আবেদন।
শিলিগুড়ি থেকে দার্জিলিং ও কালিম্পংয়ে যাওয়ার জন্য ছোটো গাড়ির ভাড়া ছিল ২৫০০ টাকা । সেই ভাড়া বেড়ে এখন হয়েছে প্রায় ৩০০০ থেকে ৩৫০০ টাকা। পাশাপাশি বড়ো গাড়ির ভাড়া বেড়ে হয়েছে প্রায় ৪৫০০ টাকা । তবে এই ক্ষেত্রে মিরিক হয়ে যেতে হলে আরও প্রায় ১৫০০ টাকা বাড়তি দিতে হবে পর্যটকদের। অন্যদিকে প্রতিবেশী রাজ্য সিকিম ভ্রমণের খরচ বাড়বে পর্যটকদের। আগে সিকিমের রাজধানী গ্যাংটক থেকে উত্তর সিকিমের ইয়াংথ্যাং,লাচুং , গুরুদম্বা ইত্যাদি পর্যটন কেন্দ্রে যেতে আগে গাড়ি ভাড়া লাগতো প্রতিদিন হিসেবে প্রায় ৪০০০ টাকা। সেই ভাড়া বেড়ে এখন প্রায় ৬০০০ হাজারের কাছাকাছি হয়েছে । তবে এই ক্ষেত্রে ডিলাক্স গাড়ি নিতে হলে আরও বাড়তি প্রায় ৩০০০ টাকা খরচ করতে হবে।
পাশাপাশি পূর্ব সিকিমের বাবা মন্দির , চ্যাঙ্গু লেক , নাথ্যাং ভ্যালি এবং গ্যাংটক এলাকায় সাইট সিন করলে গাড়ি ভাড়া পড়ত প্রায় ৩৫০০ টাকার কাছাকাছি। তবে বর্তমানে সেই ভাড়া বেড়ে হয়েছে প্রায় ৬০০০ টাকার কাছাকাছি। এই ক্ষেত্রে নাথুলা গেলে পর্যটকদের আরো বাড়তি প্রায় ৪০০ টাকা দিতে হবে। শুধু তাই নয় এবার জ্বালানির মূল্য বৃদ্ধির প্রভাব পড়তে পারে দূরপাল্লা বাসের পরিষেবাতে । তবে যাত্রী পরিষেবাকে স্বাভাবিক রাখতে এখনো পুরনো ভাড়াতেই পরিসেবা দিচ্ছে বেসরকারি বাস মালিকরা। ফলে স্বাভাবিকভাবে উত্তরবঙ্গে পর্যটকদের আসতেও আগামীদিনে বাড়তি খরচ দিতে হবে।
ইস্টার্ন হিমালায়ান ট্রাভেলস এন্ড ট্যুরস অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি দেবাশীষ মৈত্র বলেন , পেট্রোল ও ডিজেলের প্রতিদিন মূল্যবৃদ্ধির হচ্ছে । এতে গাড়ি ভাড়া বেড়েছে অনেকটা। এখন পর্যটকরা ঘুরতে আসার আগে ফোন করে খোঁজখবর নেওয়ার পর গাড়ি ভাড়ার কথা বলার পরই অধিকাংশই পর্যটকরা আর বুকিং কনফর্ম করছে না। এতে সংশয় রয়েছে পর্যটন ব্যবসায়ীরা।
হিমালায়ান হসপিটালিটি ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন , জ্বালানির মূল্য বৃদ্ধি হওয়ায় টুর প্যাকেজের রেট বৃদ্ধি পেয়েছে এতে যারা আজ থেকে কয়েক মাস আগে প্যাকেজ বুক করে রেখেছিল সেই সমস্ত পর্যটকদের পরিষেবা দিতে ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে ।
শিলিগুড়ি বাস ওনার্স বুকিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সন্তোষ সাহা বলেন , আপাতত জ্বালানির মূল্যবৃদ্ধি হলো পুরনো ভাড়াতেই পরিষেবা দেওয়া হচ্ছে। তবে আগামী দিনে ভাড়া বাড়ানো না হলে প্রচুর গাড়ি বসে যাবে।