শিলিগুড়ি , ১৩ ফেব্রুয়ারী : মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে পরিষেবা দেবে নর্থ বেঙ্গল টোটো ড্রাইভার এন্ড ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন । বৃহস্পতিবার শিলিগুড়ির জার্নালিষ্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠক করে একথা জানালেন সংস্থার সভাপতি সাগর মহন্ত । তিনি বলেন দুস্থ ও গরিব ছাত্র ছাত্রীদের পাশাপাশি যাতে শিলিগুড়ির সমস্ত পরীক্ষার্থী সুষ্ঠ ভাবে পরীক্ষা কেন্দ্রে যেতে পারে তারজন্য সমগ্র শিলিগুড়ি শহরে যাতায়াতের জন্য বিনামূল্যে ১০০ টোটো নিযুক্ত থাকবে।
দেহের অর্ধেক অংশ আগুনে পুড়ে যাওয়া শিশুর চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের জন্য কাতর আবেদন জানালো বাবা। বৃহস্পতিবার শিলিগুড়ির জার্নালিষ্ট ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে নর্থ বেঙ্গল টোটো ড্রাইভার এন্ড ওনার্স ওয়েলফায়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সাগর মহন্ত। তার সাথে উপস্থিত ছিলেন অগ্নিদগ্ধ মেয়ের বাবা সহদেব চক্রবর্তী । সম্প্রতি অগ্নিদগ্ধ বছর আটের মেয়ে শিউলি চক্রবর্তী। তার চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থের যা সহদেব বাবুর পক্ষে জোগাড় করা সম্ভব নয় ।তাই তার মেয়েকে সুস্থ করে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে আর্থিক সাহায্যে করার জন্য কাতর আবেদন জানান তিনি।