আলিপুরদুয়ার : পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের।ঘটনাটি ঘটেছে মাদারিহাটে এশিয়ান হাইওয়ে ৪৮-এ তে বুধবার রাতে।দাঁড়িয়ে থাকা একটি বোল্ডার বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা মারে একটি ছোটো গাড়ি।দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের।মাদারিহাটের সরকারি করাতকলের কাছে বুধবার রাত এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য দেখা যায় ।
জানা গেছে, ট্রাকের চালক বিজয় পাসওয়ান ও গাড়ির দুই আরোহী দেবজ্যোতি লাহিড়ী ও পিনাকি বসু ঘটনাস্থলেই মৃত্যু হয়।দূর্ঘটনাগ্রস্ত ট্রাকটি চ্যাংরাবান্ধা দিকে যাচ্ছিল।পথে টায়ারের হাওয়া বের হয়ে যাওয়ায় রাস্তার পাশে ট্রাক দাঁড় করিয়ে চাকা পাল্টাচ্ছিলেন চালক। পিছন থেকে আসা ছোটো গাড়িটি ট্রাকটিকে পিছন থেকে জোরে ধাক্কা মারে।ঘটনাস্থলে পুলিশ গিয়ে দুইটি গাড়িকেই উদ্ধার করে থানায় নিয়ে আসে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।