আলিপুরদুয়ার, ২৫ জানুয়ারী: কোভিড স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে স্কুল খোলার দাবিতে পথে নামল অভিভাবকরা। মঙ্গলবার আলিপুরদুয়ার শহরে আলিপুরদুয়ার স্টুডেন্ট গার্জিয়ান ওয়েলফেয়ার ফোরামের পক্ষ থেকে স্কুল খোলার দাবিতে আলিপুরদুয়ার মাধবমোড় এলাকা থেকে মিছিল বের করা হয়। মিছিলটি আলিপুরদুয়ার শহরের বিভিন্ন এলাকা পরিক্রম করে। সবশেষে অভিভাবকরা আলিপুরদুয়ার জেলা বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ে এসে ডেপুটেশন প্রদান করেন।