শিলিগুড়ি:শিলিগুড়িতে পানিট্যাঙ্কি মোড়ের ইন্টারন্যাশনাল মার্কেটে ঘটল অগ্নিকাণ্ড।সোমবার সকালে ওই মার্কেটের অন্যান্য ব্যবসায়ীরা লক্ষ্য করেন যে,একটি বন্ধ দোকান থেকে আচমকাই আগুনের ফুলকি বের হচ্ছে।এইটি দেখা মাত্র ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।ঘটনার খবর দেওয়া হয় দমকলকে।খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে।দমকল বাহিনীর প্রাথমিক অনুমানক, শর্টসার্কিট থেকে লাগতে পারে এই অগ্নিকাণ্ড।অগ্নিকাণ্ডের জেরে ১টি দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে এবং আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ২টি দোকান।তবে আগুন লাগার আসল কারণ এখনও জানা যায়নি।ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।