শিলিগুড়িঃ সম্প্রতি শিলিগুড়ি শহর জুড়ে নানা উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে যান আজ শিলিগুড়ির মেয়র তথা বিধায়ক অশোক ভট্টাচার্য।পরিদর্শনের পর তিনি জানান, প্রায় ১০০কোটি টাকার কাজ শহর জুড়ে হচ্ছে সেই কাজ চলতি মাসের মধ্যে শেষ করার জন্যই তিনি এই পরিদর্শনে এসেছিলেন।এরপর তিনি কাজের অগ্রগতি খতিয়ে দেখেন।
শনিবার শিলিগুড়ি পুরনিগমে বিরোধী দলনেতা রঞ্জন সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান,একদিকে মেয়র বলছে রাজ্য টাকা দিচ্ছে না অন্যদিকে প্রায় ১০০কোটি টাকার কাজ করছেন।কোথায়,কিভাবে, কত টাকার কাজ হচ্ছে তার স্বেতপত্র প্রকাশের দাবি জানান তিনি।রঞ্জন বাবুর স্বেতপত্র প্রকাশ প্রসঙ্গে মেয়র অশোক ভট্টাচার্য বলেন,”তাদের এই দাবি কতবার পূরন করব।তারা নিজেরা কাজ করবে না আর বিরোধীতা করে যাবে।ভাঙ্গা গড়ার খেলায় নয়, আমরা কাজে বিশ্বাসী।সাড়ে চার বছর ধরে মাথা উঁচু করে কাজ করে যাচ্ছি,আর কাজ করে যাব।মন্ত্রীতো অনেক চেষ্টা করেছিলেন এই বোর্ড ভাঙ্গার কিন্তুু তিনি পারেননি।আগামীতে যে পুরনির্বাচন রয়েছে সেই নির্বাচনে জয়ী হয়ে আমারা আবার বোর্ড গঠন করব।তৃনমূল এর ধারের কাছে ঘেসতে পারবে না।”