আলিপুরদুয়ার : ফের বন্দুকের গুলিতে উত্তপ্ত আলিপুরদুয়ারের তপসী খাতা।ঘটনায় গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী।এই ঘটনায় অভিযোগের আঙ্গুল বিজেপির দিকে তুলেছে শাসকদল তৃণমূল ।
জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা রাতে উক্ত এলাকায় আক্রান্ত হন তৃণমূলের সদস্য প্রিয়তোষ অধিকারী ও তার স্ত্রী মাম্পি রায় অধিকারী।অভিযোগ,’কুসুয়া’ নামের এক দুষ্কৃতী দল বন্দুক ঠেকিয়ে তাদের বেধড়ক মারধর করে।তার কিছু পরেই তৃণমূলের রঙ্গলাল চৌধুরী নামের এক সদস্যকে মাথায় গুলি করে দুষ্কৃতীরা, এমনটাই জানিয়েছেন জেলা তৃণমূল যুব সভাপতি বাবলু কর।তার আরও অভিযোগ, বিজেপির মদতপুষ্ঠ দুষ্কৃতীরা এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে।
সূত্রে খবর, বর্তমানে স্বামী স্ত্রী দুজনেই আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসাধীন।সংকটজনক অবস্থায় রঙ্গলাল বাবুকে শিলিগুড়ি রেফার করেছে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল কর্তৃপক্ষ ।
ঘটনার পর , জেলা হাসপাতালে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আহতদের দেখতে যান জেলা সভাপতি মৃদুল গোস্বামী।তিনি বলেন,” এই অরাজক পরিস্থিতির জন্য বিজেপি দায়ী।প্রশাসনকে বলব কড়া ব্যবস্থা নিতে।