ইসলামপুর ,২২ অক্টোবর : বেত গাছের ফল দিয়ে সজ্জিত মন্ডপের দেখা মিলবে এবারে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়া ত্রিধা সংঘের শ্যামা পূজোয়।চমক আরো থাকছে,মন্ডপের ভেতরে মিলবে অভয়ারন্যের পরিবেশ।এই অভায়ারন্যের ভেতরে থাকছে কৃত্তিম ঝর্না নানা পাখি ও জীবজন্তু।শিল্পীদের মুন্সি আনায় এই নকল পাখি তৈরি করা হয়েছে। এবারে ৪৪ বর্ষে পদার্পনে করছে কালিয়াগঞ্জ শহরের ত্রিধারা সংঘের শ্যামা পূজো।এছাড়া আলোকমালায় সাজিয়ে তোলা হচ্ছে মন্ডপ চত্বর l এবারে তাদের পূজার বাজেট আনুমানিক ২০ লক্ষ টাকা l পূজা কমিটির সম্পাদক সুজিত সরকার জানান সুন্দর পূজা উপহার দেওয়ায় তাদের লক্ষ্য l