আলিপুরদুয়ার, ১ ফেব্রুয়ারী: পুরভোটের আগে শহরের তিন নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের ভাঙা রাস্তার কাজ শুরু করল আলিপুরদুয়ার পুরসভা। এদিন সকালে ওই কাজের সূচনা করেন পুর প্রশাসক প্রসেনজিৎ কর। মোট সাত লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তাটি তৈরি হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, একুশের বিধানসভা ভোটের আগে ওই এলাকার বাসিন্দারা ভাঙা রাস্তার কারণে ভোট বয়কট করার পথে হেঁটেছিলেন। সেই সময় তৎকালীন পুরপ্রশাসক বিধানসভা ভোটের পর রাস্তা তৈরি করে দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজ সেই প্রতিশ্রুতি পূরণ করা হল পুরসভার তরফ থেকে।