দার্জিলিং, ২৬ জানুয়ারী: সারা দেশের পাশাপাশি শৈল শহর দার্জিলিংয়ে যথেষ্ট মর্যাদার সঙ্গে পালন করা হল ৭৩ তম সাধারণতন্ত্র দিবস। বুধবার দার্জিলিংয়ের ম্যালের চৌরাস্তাতে উদযাপন করা হয় এই দিনটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের জেলা শাসক এস.পুলামব্বালাম সহ দার্জিলিংয়ের এসপি। জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয় ৭৩তম প্রজাতন্ত্র দিবস। কুচকাওয়াজের পর স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করে এই দিনটি।