শিলিগুড়ি, ২৬ জানুয়ারী: শিলিগুড়ি পুর নিগমের ২১ নম্বর ওয়ার্ডে একটি স্বেচ্ছাসেবী সংস্থার ও সমাজসেবী কুন্তল রায়ের সহযোগিতায় ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এলাকার ছাত্র-ছাত্রীদের পড়াশোনার সামগ্রী বিতরণ করা হয় আজ।
জানা গেছে, বর্তমান সময়ে করোনা পরিস্থিতিতে পড়াশোনায় পিছিয়ে পড়েছে ছাত্রছাত্রীরা। স্কুল-কলেজ বন্ধ থাকার কারণে বাড়িতে বসে অনলাইনে পড়াশোনা করছেন ছাত্রছাত্রীরা। তাদের কথা মাথায় রেখে ছোট ছোট ছাত্র-ছাত্রীদের মনোবল ও উৎসাহ বাড়ানোর জন্য বৃহস্পতিবার প্রায় ১৫০ জন পড়ুয়ার হাতে পড়াশোনার সামগ্রী তুলে দেওয়া হয়।