শিলিগুড়ি : জীবাণু ও ধুলো বাহিত রোগ থেকে বাঁচতে শিলিগুড়ি জেলা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে রোগীদের হাতে তুলে দেওয়া হল মাস্ক।শীতের শেষ ও গ্রীষ্মের শুরুর মাঝের এই সময় বেশিরভাগ মানুষের জ্বর সর্দি কাশি এই ধরনের রোগে আক্রান্ত হয়।তবে এই ধরনের রোগ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে সংক্রমনের ফলে।তাই জ্বর সর্দি কাশি থেকে সাধারণ মানুষকে রেহাই দিতে এবং সংক্রমণের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে শিলিগুড়ি জেলা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে আজ হাসপাতালের আউটডোরে চিকিৎসা করাতে আসা সমস্ত রোগীদের হাতে তুলে দেওয়া হয় মুখের সেফটি মাস্ক।
রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডঃ রুদ্রনাথ ভট্টাচার্য্য জানিয়েছেন, এই সময় জ্বর,সর্দি ও কাশিজনিত রোগ মানুষের মধ্যে বেশি ছড়িয়ে পড়ে সংক্রমণের ফলে।তাই শহরবাসীকে সংক্রমণের হাত থেকে রেহাই দিতে এই সেফটি মাস্ক বিতরণ করার পাশাপাশি, সবসময় এই মাস্ক পরিধান করেই বাড়ির বাইরে বের হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।