ইসলামপুর : বাংলাদেশের জনগনের গৌরবোজ্জ্বল একটি দিন একুশে ফেব্রুয়ারী।এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও সুপরিচিত।ওপার বাংলার এই গৌরবোজ্জ্বল দিনটিকে যথাযথ মর্যাদার সাথে সন্মান জানালো এপার বাংলার সরকার।তৃনমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরসভা এর তরফ থেকে এদিন শ্রদ্ধা জনানো হয় ভাষা শহীদদের।রায়গঞ্জ পুরসভা ভবন চত্বরেই ভাষা শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস।এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি, বিশিষ্ট ভাষাবিদ সুকুমার বাড়ই, পুরসভার কাউন্সিলর তথা রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি চৈতালী ঘোষ সহ রায়গঞ্জ পুরসভার অন্যান্য কাউন্সিলর ও অন্যান্য বিশিষ্টজনেরা।