কালিয়াগঞ্জ : শান্তিপূর্ণ ভাবেই শুরু হল কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোটগ্রহন প্রক্রিয়া।ভোটগ্রহন নির্বিঘ্নে সম্পন্ন করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে নির্বাচন কমিশন।জানা গিয়েছে, কালিয়াগঞ্জ বিধানসভার ২৭০ টি বুথে ভোটদান করবেন ২ লক্ষ ৬৯ হাজার ৬৬৯ জন ভোটার।অপ্রীতিকর ঘটনা এড়াতে ২৭০ টি বুথের জন্য ৫ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পাশাপাশি প্রতিটি বুথের বাইরে থাকছে রাজ্য সশস্ত্র পুলিশ।বিধানসভার ৮০ শতাংশ বুথেই নজরদারি করার জন্য রয়েছে সিসিটিভি ক্যামেরা ও ওয়েব কাস্টিং ক্যামেরা।কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে এবছর মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।এখনও পর্যন্ত গোটা বিধানসভা এলাকাতেই নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ ভাবে চলছে ভোটগ্রহন বলেই জানা গিয়েছে।