শিলিগুড়ি : ডাক্তার দের সুবিধার্থে শিলিগুড়ি জেলা হাসপাতালে খোলা হলো ডক্টরস রুম।আজ রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান ডঃ রুদ্রনাথ ভট্টাচার্যের হাত দিয়ে এই ডক্টরস রুমের শুভ উদ্বোধন হয়।হাসপাতালের সুপার অমিতাভ মন্ডল জানিয়েছেন, ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্সে অ্যাওয়ার্ড ফান্ড থেকে হাসপাতাল কর্তৃপক্ষ ১৮ লক্ষ টাকা অনুমোদন পেয়েছিল।সেই অর্থ থেকে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা ব্যয় করে তৈরি করা হয়েছে এই ডক্টরস রুম।এই ডক্টরস রুমটি সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত খোলা থাকবে।যেখানে সর্বদা থাকবে ডাক্তারেরা বলে জানিয়েছেন তিনি।