কোচবিহার, ৪ নভেম্বর: ঘোকসাডাঙ্গায় কালীপুজোর দিন বাজি ফাটাতে গিয়ে ভস্মীভূত একটি বাড়ি। মাথাভাঙ্গা ২ ব্লকের ঘোকসাডাঙ্গা এলাকার সুতারপাড়া এলাকায় আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি বাড়ি। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছায় ঘোকসাডাঙ্গা থানা পুলিশ ও নিশিগঞ্জ অগ্নিনির্বাপণ কেন্দ্রের আধিকারিকরা। দমকলবাহিনী ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে তবে ভস্মীভূত হয়ে যায় তিনটি ঘর সহ একটি বাড়ি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্ভবত কালীপুজোর দিন বাজি পোড়াতে গিয়ে এইরকম দুর্ঘটনা ঘটেছে।
এই বিষয়ে বাড়ির মালিক পরিতোষ দত্ত জানিয়েছেন, তিনি সেই সময় বাড়িতে ছিলেন না। এই ঘটনায় তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।