মালদা, ১৯ ডিসেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান, আবক্ষ্য মূর্তির পরিবর্তে স্থাপন হল বিশ্বকবি রবি ঠাকুরের পূর্ণাবয়ব মূর্তি। এদিন একটি সংস্কৃত অনুষ্ঠানের মধ্যে দিয়ে ওই মূর্তিটি স্থাপন করা হয়। মালদার বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকার রবীন্দ্র মোড়ে রবি ঠাকুরের ৬ ফিট উচ্চতা বিশিষ্ট পূর্ণাবয়ব মূর্তিটি স্থাপন করেন জেলা পুলিশ প্রশাসনের ডিএসপি ডিএনটি আজারুদ্দিন খাঁন।
জানা যায়, ওই এলাকার বই মেলা কমিটির উদ্যোগে মূর্তিটি স্থাপন করা হয়েছে। দীর্ঘসময় ধরে ওই এলাকায় একটি রবি ঠাকুরের আবক্ষ মূর্তি ছিল। ওই মূর্তিটি আকারে ছোট এবং রাস্তার এক কোনো থাকার কারণে বই মেলা কমিটি উদ্যোগ নেয় একটি পূর্ণাবয়ব মূর্তি স্থাপনের। সেই পরিপেক্ষিতে এদিন ওই স্থানে রবি ঠাকুরের পূর্ণাবয়ব মূর্তিটি স্থাপন করা হয়। এদিন মূর্তি স্থাপনের সময় উপস্থিত ছিলেন মালদা জেলা ডিএনটি ডিএসপি আজারুদ্দিন খান ছাড়াও বামনগোলা ব্লকের ভিডিও রাজু কুন্ডু , বামনগোলা থানার আইসি জয়দীপ চক্রবর্তী সহ এলাকার বিশিষ্টজনেরা।