শিলিগুড়ি, ১৩ জানুয়ারী: হলদিয়া সি পোর্টের পর এবার শিলিগুড়ির অদূরে ফুলবাড়ি এক নম্বর অঞ্চলে বেসরকারি সংস্থার উদ্যগে টি পার্কে পথ চলা শুরু হল উত্তর-পূর্ব ভারতের প্রথম ড্রাই পোর্টের।এই পোর্ট চালু হওয়ায় প্রত্যক্ষ ও পরোক্ষ দুইভাবেই লাভবান হবে উত্তর-পূর্ব ভারত সহ পার্শ্ববর্তী দেশের ব্যবসায়ীরা বলে মনে করা হচ্ছে।
বুধবার একটি সাংবাদিক বৈঠক করে সংস্থার ডিরেক্টর অমিত কুমার জানান, এই প্রথম তাদের সংস্থাই সরাসরি রেলের মাধ্যমে দ্রব্য আদান প্রদান করবে।এতদিন সড়ক পথে পন্য সরবরাহ হওয়ায় সময়ের সঙ্গে সঙ্গে খরচ বেশি হত। এবার থেকে সেই খরচার সবটাই সাশ্রয় হবে বলে মনে করা হচ্ছে।শুধু তাই নয় কাস্টমস বিভাগের কাজকর্ম এখান থেকেই হবে বলে জানান তিনি। তাদের সংস্থা ইতিমধ্যেই ডিসেম্বর মাসের ৭ তারিখে কাজ শুরু করেছে।আগামী ১০-১২ দিনের মধ্য সম্পূর্ণরুপে কাজ শুরু হয়ে যাবে বলেও জানান হয় এদিন।