আলিপুরদুয়ার, ১৩জানুয়ারী: ফের ফিরছে সেই স্মৃতি! খা খা করছে জটেশ্বর বাজার এলাকা। মাছ বাজার থেকে শুরু করে সবজি বাজার, দোকান পাট সবই বন্ধ। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে ফালাকাটা ব্লকে সপ্তাহে দুই দিন দোকান বন্ধের নির্দেশ দিয়েছে ব্লক প্রশাসন। বৃহস্পতিবার ও রবিবার বন্ধের নির্দেশ দেয় ব্লক প্রশাসন।
ব্লক প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জটেশ্বর মার্চেন্ট অ্যাসোসিয়শনের সম্পাদক অভিজিৎ বল জানান, করোনা মহামারীর কথা চিন্তা করে জটেশ্বর এলাকায় সপ্তাহে দুই দিন অর্থাৎ বৃহস্পতিবার ও রবিবার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার গোটা জটেশ্বর বাজার সকাল থেকেই বন্ধ। ব্যবসায়ী থেকে জন সাধারণ সকলেই স্বতঃস্ফূর্তভাবে করোনা মোকাবিলায় দোকান পাট বন্ধ রেখে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।