উত্তর দিনাজপুর, ৩০ জানুয়ারী: কর্মরত এক বিএসএফ কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। রবিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের অধিন ভারত-বাংলাদেশ সীমান্তের পচাকান্দর এলাকায়।
জানা গেছে, কাটা তারের পাশে এক বিএসএফ কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নিজের বন্দুক দিয়ে আত্মহত্যা করেছে সে। মৃত বিএসএফ কর্মীর নাম নিতেশ কুমার বুহালি (২৯)। তার বাড়ি ছত্রিশগড়ে। সে পুরনগাও বিওপি ১৭৫ নম্বর ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন। রবিবার সকালে কাজে গিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিএসএফের আধিকারিক ও কালিয়াগঞ্জ থানার পুলিশ।মৃতদেহ উদ্ধার করে প্রথমে কালিয়াগঞ্জ থানায় নিয়ে আসা হয়। এরপর ময়না তদন্তের জন্য মর্গে পাঠান হয় তাকে। ঘটনার তদন্ত শুরু করেছে বিএসএফ ও পুলিশ।