আলিপুরদুয়ার, ১০জানুয়ারী: সোমবার থেকে আলিপুরদুয়ার ইনডোর স্টেডিয়ামে শুরু হল বুস্টার ডোস প্রদান কর্মসূচী। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে এই মুহূর্তে জেলার প্রথম সারির ২০০০ করোনা যোদ্ধা অর্থাৎ স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মী, এবং তার সাথে জেলার ৬০ উর্দ্ধ বয়সীদের এই বুস্টার ডোস দেওয়া হবে। কথা মতোই আলিপুরদুয়ার ইনডোর স্টেডিয়ামে জেলা পুলিশের একাধিক কর্মী এসে এদিন বুস্টার ডোস নেন সকাল থেকে।