শিলিগুড়ি, ৩১ ডিসেম্বর: জোড়া মৃতদেহ উদ্ধার শিলিগুড়ির ভারতনগরে। ছেলেকে খুন করে আত্মঘাতী বাবা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ভারতনগরে। স্থানীয়দের প্রাথমিক অনুমান মানসিকভাবে অবসাদগ্রস্ত ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে খুন করে আত্মঘাতী বাবা। ঘটনায় শোকের ছায়া এলাকায়।
জানা গেছে, মৃত দুজনের নাম সুব্রত রায় ও সুভাষ রায়। ২৪ নম্বর ওর্য়াডের ভারতনরের বাসিন্দা এই দুইজন সম্পর্কে বাবা ও ছেলে। এদিন সকালে ভারতনগরের নিজ বাড়িতে অস্বাভাবিক অবস্থায় উদ্ধার করে বাড়ির লোকেরা। সঙ্গে সঙ্গে তাদের শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালের তরফ থেকে তাদের দু’জনকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়।
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, সুব্রত রায় এদিন ছেলের জন্য বিরিয়ানি এনে তাতে ঘুমের ওষুধ মিশিয়ে দেন। তা খেয়ে বেহুঁশ হয়ে পড়ে ছেলে। বেহুঁশ ছেলের গলায় ধারালো অস্ত্রের কোপ মেরে খুন করেন বাবা। এরপর নিজেও ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন।
শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের বাড়ির পাশে ঘটনাটি ঘটায় খবর পাওয়া মাত্র শঙ্করবাবু ছুটে আসেন নিহতদের বাড়িতে। বাড়িতে মৃত সুভাষ রায়ের মা ও ভাইকে শান্তনা দেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আমাদের বলেন, “বড় ছেলে সুভাষ রায় মানসিক ভাবে একটু দূর্বল ছিল। যার ফলে বাবা সুব্রত রায় অনেকবার আমার কাছে এসেছিলেন। কিছুদিন আগে কলকাতা থেকে চিকিৎসা করিয়েও এসেছেন। এমনটা কেন বা কিভাবে হল বুঝতেই পারছি না”। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মূল কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ।