আলিপুরদুয়ার, ২১ ডিসেম্বর: আলিপুরদুয়ার জেলা হাসপাতালে এক মহিলার প্রসবের আগেই শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা। আলিপুরদুয়ার জংশন ভোলারডাবড়ীর এক গর্ভবতীক ২০ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করে তার পরিবারের লোকজন। ২০ তারিখে ভর্তি করা হলেও কোন ডাক্তার ওই গর্ভবতীর আল্টাসোনোগ্রাফি করার কথা বলেননি বলে অভিযোগ।
মঙ্গলবার দুপুরে ডাক্তার ওই পরিবারকে আল্টাসোনোগ্রাফি করার কথা বলেন। ওই পরিবার লোকেরা প্রসূতির আল্টাসোনোগ্রাফি করে নিয়ে এলে চিকিৎসক জানিয়ে দেন বাচ্চাটি মারা গিয়েছে। এই ঘটনার পর চরম উত্তেজনা সৃষ্টি হয় হাসপাতালে।পরিবারের লোকজন ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের শাস্তির দাবিতে হাসপাতালে বিক্ষোভে সামিল হন। রোগীর পরিবারের অভিযোগ চিকিৎসকের গাফিলতির জন্য শিশুর মৃত্যু হয়েছে গতকাল। বারংবার বলা পড়েও কোনো গুরুত্ব দেয়নি ডাক্তার। যদি গতকাল গুরুত্ব দিত এবং সিজার করা হত তাহলে আজ এই পরিস্থিতি হত না বলে অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় পরিবারের লোকেরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ওই প্রসূতির পরিবার চিকিৎসক এর লাইসেন্স বাতিলের দাবিতে সরব হন। এই ব্যাপারে আলিপুরদুয়ার থানায় চিকিৎসক এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন প্রসূতির পরিবার।
এই ঘটনা নিয়ে হাসপাতাল সুপার চিন্ময় বর্মন বলেন, “হাসপাতালে একটি গন্ডোগোল হয়েছে শুনেছি। ওই পরিবারের লোকজন কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করব।