জলপাইগুড়ি : জলপাইগুড়ি জেলার সার্ধশতবর্ষ উপলক্ষে প্রকাশিত স্মারক গ্রন্থের একটি লেখা নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করার হুমকি দিলেন আইনজীবী গৌতম পাল। ১০৪৬ পাতার এই গ্রন্থে সার্কিট বেঞ্চের আন্দোলনের বিষয় নিয়ে একটি লেখা রয়েছে তাঁর।”জলপাইগুড়ির আশা ও আবেগের আন্দোলন সার্কিট বেঞ্চ” নামে এই লেখাটিতে লেখকের অনুমতি না নিয়ে ১৪ লাইন সংযোজন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।বইটি প্রকাশিত হওয়ার পরই বিষয়টি জানতে পারেন তিনি।এই নিয়ে শুক্রবার সকালে একটি সাংবাদিক সম্মেলন করে ক্ষোভ প্রকাশ করেন গৌতম পাল। তিনি বলেন, তাঁর লেখার সঙ্গে নতুন করে একটি অংশ জুড়ে দেওয়া হয়েছে।এতে তাঁর লেখার বক্তব্যকে একটি বিশেষ রাজনৈতিক দলের রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।এধরনের ঘটনা লেখকের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেন আইনজীবী গৌতম পাল।তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলেছেন তিনি।কথা বলেছেন জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদকের সঙ্গেও।