মালদা, ২২ জানুয়ারী: পাঁচজনের ডাকাত দলকে গ্রেপ্তার করে আবারও বড় সাফল্য পেল মালদার মোথাবাড়ি থানার পুলিশ।
জানা গেছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ গীতা মোর পাওয়ার হাউসের বিপরীতে একটি আমবাগান থেকে এই পাঁচজনের ডাকাত দলকে গ্রেপ্তার করে মোথাবাড়ি থানার পুলিশ।।
পুলিশ জানিয়েছে, এরা ডাকাতি করার উদ্দেশ্যে এক জায়গায় জড়ো হয়েছিল তবে তাদের উদ্দেশ্য সফল হওয়ার আগেই পুলিশ তাঁদের হাতেনাতে ধরে ফেলে। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি করে স্কুটার ও বাইক। প্রাথমিক তদন্তে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে লোহার রড, শাবল, দড়ি এবং লঙ্কার গুঁড়ো। ধৃতদের প্রত্যেকের বাড়ি মোথাবাড়ি থানার অন্তর্গত বাবলা এলাকায়। ধৃত পাঁচজনকে আজ মালদা জেলা আদালতে পেশ করেছে মোথাবাড়ি থানার পুলিশ।