আলিপুরদুয়ার, ২৮ ডিসেম্বর: আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের বার্ষিক সম্মেলন মঙ্গলবার অনুষ্ঠিত হল স্থানীয় কমিউনিটি হলে। আসন্ন পুরসভার নির্বাচনে দলীয় ভিতকে মজবুত করতেই ভিরে ঠাসা ওই রাজনৈতিক কর্মসূচীতে ভাষণ দেন তৃণমূল নেতারা। কারন জেলার দুটি পুরসভা আলিপুরদুয়ার ও ফালাকাটায় শহর অঞ্চলে ভরাডুবি হয়েছিল শাসক দলের। বিভিন্ন ধরনের জনমুখী উন্নয়ন করার পরেও কেন ওই দুই শহরের মানুষ তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন সেই প্রশ্নকে সামনে রেখেই এদিনের সম্মেলনে আত্মবিশ্লেষনে নামেন দলীয় নেতৃত্ব। স্থানীয় স্তরের নেতৃত্বের তরফে কোনোরকম ভুল হয়ে থাকলে, তা অকপটে স্বীকার করে নিয়ে মানুষের দরবারে যাওয়ার পরামর্শ দেন নেতারা। তবে করোনা ও ওমিক্রন যখন আতঙ্কের কারন হতে শুরু করেছে তখন এদিনের ওই রাজনৈতিক কর্মসূচীতে শিকেয় হয়ে উঠেছিল দূরত্ববিধি। সম্মেলনে অংশগ্রহণকারীদের সিংহভাগের মুখেই ছিল না মাস্ক। এমনকি নেতৃত্বের গলাতেও শোনা যায়নি কোনো সতর্ক বার্তা।