জলপাইগুড়ি, ১৩ জানুয়ারী: উত্তরবঙ্গের ময়নাগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। পটনা থেকে গুয়াহাটিগামী ট্রেন বিকানির এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় দুর্ঘটনাটি ঘটে। হতাহতের নির্দিষ্ট সংখ্যা এখনও জানা যায়নি তবে এই ঘটনায় বহু ট্রেন যাত্রীর প্রাণহানি ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ ময়নাগুড়ি ওভারব্রিজের কাছে ট্রেনটির বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়। কতজনের মৃত্যু হয়েছে বা আহত কতজন, সেই পরিসংখ্যান এখনও সামনে আসেনি। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছায় রেলের আধিকারিকরা। খবর পেয়ে গ্রামের স্থানীয় বাসিন্দারাও উদ্ধার কাজে নেমে পড়ে। ঘটনায় মোট চার থেকে পাঁচটা বগী লাইনচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এদিন দুপুরে হঠাৎ বিকট শব্দ শুনতে পান। আওয়াজ শুনে ঘটনাস্থলে তাঁরা এগিয়ে আসেন। এসে দেখেন গুয়াহাটি-বিকানির এক্সপ্রেসের বেশ কয়েকটি বগি লাইনচ্যূত হয়েছে এবং কয়েকটি কামরা উল্টে গিয়েছে। একটি বগির উপর আরেকটি বগিও উঠে গিয়েছে। ভেতরে আটকে রয়েছেন বহু লোকজন।
রেলসূত্রে জানা গিয়েছে, ট্রেনটির চারটি কামরা উল্টে গিয়েছে, ক্ষতিগ্রস্ত ১২ টার বেশি কামরা। ঘটনার খবর নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই দুর্ঘটনা প্রসঙ্গে আলিপুরদুয়ারের DRM দিলীপ কুমার সিংহ বলেন, ‘আমি ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনায় কতজনের মৃত্যু হয়েছে তা এখনই বলা সম্ভব নয়। উদ্ধারকার্য চলছে।’