জলপাইগুড়ি , ২৩ ফেব্রুয়ারী : করোনার কালো মেঘ কাটিয়ে নতুন বছরে লাভের মুখ দেখার আশা করছে উত্তরবঙ্গের বিভিন্ন চা-বাগানগুলো। বসন্তের প্রথম ছোঁয়া থেকেই চা-বাগানে শুরু হয়েছে প্রথম ফ্ল্যাশের পাতা তোলার কাজ।
চা-বাগানে প্রথম ফ্ল্যাশের পাতা বরাবরই উৎকৃষ্ট বলে মানা হয়। এজন্য সারা বছরের তুলনায় এই পাতার দামও অনেক বেশি থাকে। লক ডাউনের জেরে গত বছর দীর্ঘদিন বন্ধ ছিল সমস্ত চা-বাগান। ওই সময়টাই ছিল কাঁচা চা-পাতা উৎপাদনের অন্যতম সময়। এজন্য প্রথম ফ্ল্যাশের পাতা তুলতে না পারায় বিভিন্ন চা-বাগান কর্তৃপক্ষকে ক্ষতির সম্মুক্ষীন হতে হয়েছিল। পরবর্তীতে বাগান খোলার পর কাঁচা চা-পাতার দাম বাড়লেও তা দীর্ঘদিন স্থায়ী ছিল না।
জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝাড় চা-বাগানের সিনিয়র ম্যানেজার জীবনচন্দ্র পাণ্ডে বলেন, এবছর চা-বাগানের প্রথম ফ্ল্যাশের পাতায় খুব ভাল লাভ হবে বলে আশাবাদী তারা। বলেন, এবছর বসন্তের শুরু থেকেই বাগানের প্রথম ফ্ল্যাশের পাতা তুলতে পারছি আমরা। পাতার গুণগত মান ও উৎপাদন খুব ভাল হয়েছে বলেও জানান তিনি ।