শিলিগুড়ি, ১৪ জানুয়ারী: রক্তের সংকট কিছুটা মেটাতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হলেন শিলিগুড়ি পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস চ্যাটার্জী। এদিন তিনি রক্তের সংকটের কথা শোনা মাত্রই প্রায় ২৫ জন দলীয় কর্মীকে নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছে যান। সেখানে পৌঁছে তিনি নিজে ও দলের কর্মীদের নিয়ে রক্তদান করেন।
তাপস বাবু জানান, দুর্ঘটনায় আহতদের যাতে রক্তের জন্য কোন সংকটে না পড়তে হয় সেই কারণেই তিনি রক্তদান করেন। তিনি শুধু এইবার প্রথম নয়, সারা বছর ধরেই বিভিন্ন সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করে থাকেন, তাই এই রক্তদানটা তার কাছে নতুন কিছু ব্যাপার নয়।