আলিপুরদুয়ার, ১২ ডিসেম্বর: বুধবার স্বামী বিবেকানন্দ ভাবাদর্শ প্রচার সমিতির উদ্যোগে ফালাকাটা ব্লকের জটেশ্বরে স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উদযাপন করা হল। এদিন সকালে একটি পদযাত্রা বের করা হয় জটেশ্বরে। ওই পদযাত্রাটি জটেশ্বরের বিভিন্ন পথ পরিক্রম করে। তারপর জটেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয়ে সম্পূর্ণ কোভিড বিধি মেনে স্বামীজির প্রসঙ্গে আলোচনার পাশাপাশি সঙ্গীতনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দেবজিৎ পাল, ক্ষীতিশ চন্দ্র রায়, জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রতন সরকার সহ বিশিষ্ট অতিথিবর্গ।