জলপাইগুড়ি : জলপাইগুড়ি জেলায় সোমবার এক সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়।সোমবার ভোরে মেটেলি ব্লকের বিচাভাঙ্গা বনবস্তি এলাকায় একটি গাছে তাঁর ঝুলন্ত দেহ দেখে স্থানীয়রা মেটেলি থানার পুলিশকে খবর দেয়।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়।
পুলিশ জানিয়েছে, মৃত সিভিক ভলান্টিয়ারের নাম সরিফুল জামাল (২৭)।সে লাটাগুড়ি গ্রাম পঞ্চায়েতের উত্তর মাটিয়ালি মসজিদ মোড় এলাকায় থাকত।ক্রান্তি ফাঁড়িতে কর্মরত ছিলেন তিনি।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।