- রাস্তার ওপর অজস্র গর্তের সৃষ্টি
- দিন ও রাতের অন্ধকারে দুর্ঘটনা
জলপাইগুড়ি,০১ জুলাই:
জলপাইগুড়ি সদর ব্লকের জলপাইগুড়ি-হলদিবাড়ি প্রধান সড়কের সিপাই পাড়া,নারায়ণপুর,বৈরাগী পাড়ায় প্রায় ছয় কিলোমিটার রাস্তার ওপর অজস্র গর্তের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ।দিন ও রাতের অন্ধকারে প্রায়ই দুর্ঘটনা ঘটছে স্থানীয় বাসিন্দাদের মতামত।
ব্যস্ততম এই রাস্তা দিয়ে প্রচুর যাত্রীবাহী বাস ও অন্য ছোট গাড়ি চলাচল করে|স্থানীয় লোকজন দ্রুত রাস্তার সংস্কারের দাবি করেছেন|